Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বিশ্বকাপে পাকিস্তানকে গোনায় ধরছেন না সৌরভ




বিশ্বকাপে পাকিস্তানকে গোণায় ধরছেন না সৌরভ ছবি- সংগৃহীত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব চলছে। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দল, তা নিয়ে চলছে নানান গুঞ্জন। কেউ ভারতকে এগিয়ে রাখছেন তো কারো চোখে সেরা দল অস্ট্রেলিয়া। আবার কেউ কেউ ফেভারিট ভাবছেন ইংল্যান্ডকে। বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করার তালিকায় যুক্ত হয়েছেন ওয়াসিম আকরাম, অ্যাডাম গিলক্রিস্ট থেকে শচীন টেন্ডুলকারের মতো সাবেক তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। গতকাল সোমবার (২৪ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলী। যেখানে তিনি সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম উল্লেখ করেছেন। তবে তার সেই লিস্টে জায়গা হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের। সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আমার মতে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডই এগিয়ে থাকবে। কারণ অস্ট্রেলিয়া বিশ্বকাপে বরাবরই ভালো করে, দক্ষিণ আফ্রিকা দলে খুবই ভালো কয়েকজন পেসার রয়েছে, তাদের বোলিং অস্ট্রেলিয়ার পিচে খুব বড় একটা ফ্যাক্টর হতে পারে।’ গত বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। তবুও কেনো পাকিস্তানকে কেনো তিনি গোনায় ধরছেন না? এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি। তার ভাষায়, ‘বিশ্বকাপে খেলা পুরোটাই অন্যরকম। এখানে প্রথম থেকে যারা ধারাবাহিকভাবে পারফর্ম করবে তারাই ভাল করবে বিশেষ করে প্রথম দুই-তিন সপ্তাহে যে দলগুলো ভালো খেলবে তারাই পরের পর্বে সহজেই যেতে পারবে। তবে যেকোনো কিছুই ঘটতে পারে তাই আগে বলা কঠিন কিন্তু এটা নিশ্চিত যে এবার ভারত টুর্নামেন্ট জেতার অন্যতম ফেভারিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টিতে ম্যাচ জেতার জন্য আমাদের হিটার আছে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply