রাশিয়ার সমর্থনে ‘জেড’ লেখায় ৪০০০ ইউরো জরিমানা
নিজের গাড়ির কাঁচে ‘জেড’ লিখে শহরময় ঘুরেছিলেন এক ব্যক্তি৷ এভাবে রাশিয়ার প্রতি সমর্থন জানানোয় তাকে চার হাজার ইউরো জরিমানা করেছে জার্মানির হামবুর্গের একটি আদালত৷ খবর এএফপির।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ঘটনার সূত্রপাত গত মার্চ মাসে। সেসময় জার্মানির হামবুর্গ শহরে এক ব্যক্তিকে গাড়ির কাঁচে ‘জেড’ লিখে ঘুরে বেড়াতে দেখা যায়৷ এ-ফোর সাইজের কাগজে নীল রঙে ‘জেড’ লিখে তা নিজের হাতে গাড়ির কাঁচে সেঁটে ঘুরে বেড়ানোয় তখন তার কিছুই হয়নি৷ ৬২ বছর বয়সি ওই ব্যক্তিকে কেও বাধা দেয়নি সেসময়৷ তবে আদালতে তার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে সমর্থন জানানোর অভিযোগ ওঠে৷
জানা যায়, কোনো শুনানি ছাড়াই আদালত মঙ্গলবার (২৫ অক্টোবর) ওই ব্যক্তিকে ৮০ দিনে ৬০ ইউরো করে মোট চার হাজার ৮০০ ইউরো জরিমানা করে৷ রায়ের বিরুদ্ধে আপিল হওয়ায় প্রতিদিন ৫০ ইউরো করে ৮০ দিনে মোট চার হাজার ইউরো জরিমানার আদেশ দেয় আদালত৷ অভিযুক্ত ব্যক্তি অবশ্য এই রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারবেন৷
আরও পড়ুন: আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হলেন জার্মান প্রেসিডেন্ট
রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর রুশ বাহিনীর ট্যাঙ্ক ও গাড়িতে ‘জেড’ অক্ষরটি নিয়মিত চোখে পড়ে৷ রাশিয়ার প্রোপাগান্ডায় এই বর্ণ রুশ বাহিনীর প্রতি সমর্থনের প্রতীক হিসেবে উঠে আসে বারবার৷ এখন ভ্লাদিমির পুতিনের দেশের বিভিন্ন শহরে পরিধেয় বস্ত্রে এবং বিলবোর্ডে বড় বড় করে লেখা হয় ‘জেড’৷
কিন্তু এই চিহ্ন ব্যবহারের মাধ্যমে ইউক্রেনে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো রাশিয়ার হামলাকে সমর্থন জানানো হয় বলে জার্মানিতে ‘জেড’ লিখে অন্যদের দেখানো শাস্তিযোগ্য অপরাধ৷
Tag: English News Featured others world
No comments: