ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনে ভেসে এলো মালিকবিহীন বিশাল কার্গো জাহাজ
ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনে ভেসে এলো মালিকবিহীন বিশাল কার্গো জাহাজ
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ভেসে এলো বিশাল কার্গো জাহাজ। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জাহাজটি দেখতে ভিড় করছে শত শত দ্বীপবাসী।
সোমবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের মৌসুমি পাথরের পাশে আটকা পড়ে জাহাজটি।
স্থানীয় ও কোস্টগার্ডের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাং ও জোয়ারের প্রভাবে একটি নাবিকবিহীন কনটেইনার জাহাজ চলে আসে দ্বীপে আটকা পড়ে। জাহাজটির ওপরের কিছু অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। কয়েকটি কক্ষ তালাবদ্ধ রয়েছে।
সেন্টমার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন শুভ জানান, ঘূর্ণিঝড় ও জোয়ারের পানিতে ভেসে জাহাজটি পাথরের পাশে আটকা পড়ে। জনশ্রুতি রয়েছে কুতুবদিয়া মাতাবাড়ি এলাকায় পাথর আনয়নকারী জাহাজ হতে পারে।
ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি নজির আহমেদ জানান, শতাধিক বাসিন্দা জাহাজটি দেখার জন্য ভিড় করছে। কোথাকার জাহাজ সেটা উল্লেখ না থাকলেও ইংরেজিতে এইচআর ৩৩২২ লিখা রয়েছে। সেখানে কিছু কংক্রিট ও কনটেইনার রয়েছে। কিছু কক্ষ তালাবদ্ধ থাকায় ভেতরে কী আছে জানা যায়নি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, কনটেইনার জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিক আহমেদ জানান, জাহাজটি আটকা পড়ার খবরে একটি দল সেখানে যায়। প্রাথমিকভাবে জাহাজটির খোঁজ খবর নেয়ার চেষ্টা করা হচ্ছে। কার্গো জাহাজটি ৯০ মিটারের দৈর্ঘ্য। ভেতরে মালামাল রয়েছে। তবে অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। ঘূর্ণিঝড় শেষে কার্গোটিতে তল্লাশি চালানো হবে বলেও জানান তিনি
Tag: English News politics
No comments: