Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ দুঃসংবাদটাই সুসংবাদ হয়ে এলো অজিদের জন্য




দুঃসংবাদটাই সুসংবাদ হয়ে এলো অজিদের জন্য ছবি- সংগৃহীত বিশ্বকাপের ঠিক আগে দলে ইনজুরি সমস্যা যেকোনো দলের জন্য বেশ বড়সড় দুঃসংবাদই বটে। অস্ট্রেলিয়ার জন্যও তেমনই এক দুঃসংবাদ নিয়ে এসেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস ইংলিস। কিন্তু সৌভাগ্যজনকভাবে দুঃসংবাদটাই বরং সুসংবাদ হয়ে এলো বিশ্বকাপের স্বাগতিকদের জন্য। গলফ খেলার সময় চোটে পড়ে বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন অজিদের রিজার্ভ উইকেটকিপার ইংলিস। তার বদলে বিশ্বকাপের দলে অস্ট্রেলিয়া যুক্ত করেছে রেড হট ফর্মে থাকা ক্যামেরন গ্রিনকে। ইংলিসের ছিটকে যাওয়ায় গ্রিনকে পাওয়ায় অজিদের জন্য পুরো বিষয়টি শাপে-বর হিসেবেই এসেছে। বুধবার (১৯ অক্টোবর) গলফ খেলার সময় অদ্ভুতভাবে ডানহাত কেটে ফেলেন। যার জন্য হাতে সেলাই পর্যন্ত দেওয়া লাগে এই ক্রিকেটারের। এ বিষয়ে অজি কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড বলেন, এটা একেবারেই অদ্ভুত ঘটনা। তার হাতে সেলাইও দেওয়া হয়েছে। টেন্ডনের কোনো ক্ষতি না হলেও ব্যাটের গ্রিপ ধরা এবং ক্যাচ ধরা কঠিন হয়ে যাবে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে ইংলিসের বদলে গ্রিনকে বিশ্বকাপ দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে অজি ক্রিকেট। ইতোমধ্যে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি থেকেও অনুমতি নিয়েছে অজিরা। এদিকে সর্বশেষ ভারত সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাবনায় ছিল না গ্রিন। ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে মেকশিফট ওপেনার হিসেবে আচমকা সুযোগ পান গ্রিন। আর তাতেই ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলে দৃশ্যপটই বদলে দেন গ্রিন। এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলা গ্রিন প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ১৩৬ রান করেছেন। যেখানে ভারতের বিপক্ষে ৩০ বলে ৬১ এবং ২১ বলে ৫২ রানের মারকুটে দুটি ইনিংস রয়েছে। এরসঙ্গে গ্রিনের কার্যকরী বোলিং তো রয়েছেই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply