জয়পুরহাটে সন্তানকে হত্যা করে থানায় মা
জয়পুরহাটে হিয়া নামে সাড়ে ৪ বছর বয়সী কন্যাকে খুন করে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন মা মৌমিতা পাল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হিয়া জয়পুরহাট থানা সংলগ্ন বারিধারার বাসিন্দা নয়ন চন্দ্র পালের মেয়ে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সন্তানকে হত্যা করে মৌমিতা পাল নিজেই থানায় হাজির হন। থানায় এসে তিনি জানান, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত তিনি। মানসিক চাপ নিতে না পেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনের চার্জার পেঁচিয়ে হিয়াকে হত্যা করেন। এ সময় হিয়ার বাবা অফিসে ছিলেন।
আরও পড়ুন: বালিশ চাপায় সন্তানকে হত্যা, মায়ের ১০ বছরের জেল
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তদন্ত করা হবে বলেও জানায় ওসি সিরাজুল ইসলাম।
Tag: politics Zilla News
No comments: