নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ১৮ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া বাছাই পর্বে খেলবে মোট ৮টি দল।
আট দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক আরব আমিরাত, থাইল্যান্ড, পাপুয়া নিউগিনি ও জিম্বাবুয়ে।
রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে নিগার সুলতানা জৌতিকে অধিনায়ক করে ঘোষণা করেছে দল। বাছাইপর্ব খেলতে আগামী বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ নারী দল : নিগার সুলতানা, শারমিন আকতার সুপ্তা, শারমিন সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আকতার ও মারুফা খাতুন।
No comments: