Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মুশফিককে অভিনন্দন জানিয়েছেন তামিম




হুট করেই রোববার দুপুরে ফেসবুকে পোস্ট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। তার অবসর নাড়িয়ে দিয়েছে দেশের ক্রিকেটকে। যদিও সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় তিনি টি-টোয়েন্টিতে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিলেন না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেও টেস্ট, ওয়ানডে এবং ঘরোয়া টি-টোয়েন্টি খেলে যাবেন বলে জানান ওই পোস্টে। তার এমন বিদায়ে অভিনন্দন জানিয়েছেন বন্ধু ও সতীর্থ তামিম ইকবাল। এই ফরম্যাট থেকে বছরখানিক আগেই সরে যাওয়া তামিম লিখেছেন, ‘১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার।’ তামিমের প্রত্যাশা ওয়ানডে আর টেস্টে আরও অনেক কিছু দেবেন মুশফিক। এ নিয়ে লিখেছেন, ‘টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’ ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। এরপর ১৬ বছরের ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ১৫০০ রান করে থামলেন মুশফিক। এই সময়ে এই ফরম্যাটে ৭২টি ডিসমিসালও করেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০২ ম্যাচ খেলেছেন মুশফিক






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply