মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে সারাদেশে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা মামলা ও নারায়ণগঞ্জে মহানগর যুবদল নেতা মোঃ শাওন আহমেদকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে মেহেরপুর কাথুলী বাসস্ট্যান্ড থেকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাসুদ অরুন অনুষ্ঠানে উপস্থাপনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বিশেষ অতিথি মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম,মেহেরপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ
Tag: Zilla News
No comments: