শলজের সঙ্গে ইউক্রেনের প্রধানমন্ত্রীর বৈঠক
জার্মানির রাজধানী বার্লিনে বৈঠক হয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমহালের। রোববার (৪ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম জার্মানি গেলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। খবর এএফপি’র।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৈঠকে জার্মানির কাছে আরও অস্ত্রসহায়তা চেয়েছে ইউক্রেন। ওলাফ শলজ রাজনৈতিক ও অস্ত্রসহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।
বৈঠক শেষে ইউক্রেনের প্রধানমন্ত্রী জানান, গত কয়েক মাসে বার্লিন কিয়েভকে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র দিয়ে সাহায্য করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিমানবিধ্বংসী ট্যাংক, ক্ষেপণাস্ত্র এবং রকেট লঞ্চার।
ডেনিস শেমহাল জানান, এসব অস্ত্র অত্যন্ত কাজে লেগেছে। পাশাপাশি তিনি বলেন, এসব অস্ত্রের পাশাপাশি জার্মানির কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম নিতে চায় ইউক্রেন।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নানামুখী সংকটে জার্মানি
বৈঠকের পর এক টুইটবার্তায় ডেনিস জানান, শলজের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। জার্মানি ইউক্রেনকে আরও সহায়তা দেয়ার কথা বলেছে। সামরিক দিক থেকে সব সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
চ্যান্সেলর শলজের আগে জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়াল্টার স্টানমায়ারের সঙ্গে বৈঠক করেন ডেনিস। প্রেসিডেন্ট জানিয়েছেন, বার্লিন সবসময় কিয়েভের পাশে থাকবে। ইউক্রেনকে সবরকম সাহায্য করা হবে।
অন্যদিকে শলজ বলেছেন, ইউক্রেনকে কেবল সামরিক সাহায্য নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক সাহায্যও দেয়া হবে। কিয়েভের পাশে থাকবে জার্মানি।
Tag: English News others world
No comments: