বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।
বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প
শনিবার (৩ সেপ্টেম্বর) পেনসিলভেনিয়ায় এক সমাবেশে বাইডেনকে পাল্টা আক্রমণ করে ট্রাম্প এ কথা বলেন।
একইসঙ্গে তিনি গত মাসে ফ্লোরিডায় তার বাড়িতে এফবিআই সদস্যদের অভিযানেরও সমালোচনা করে একে ‘ন্যায়বিচারের নামে প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প সতর্ক করে বলেন, এ ঘটনা এমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যা কেউ কখনো দেখেনি।
তিনি উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বলেন, গণতন্ত্রের বিপদ এসেছে উগ্রপন্থি বামদের কাছ থেকে, ডানপন্থিদের কাছ থেকে নয়।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকদের ‘চরমপন্থি’ বলে অভিহিত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্প ও তার রিপাবলিকান সমর্থকদের ‘চরমপন্থা’ যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে উঠেছে।
আরও পড়ুন: ট্রাম্পকে ‘চরমপন্থি’ বললেন বাইডেন
এর আগে ট্রাম্প অনুসারীদের রিপাবলিকান পার্টির ‘অপশক্তি’ আখ্যা দিয়ে এ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছিলেন বাইডেন।
সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই যুক্তরাষ্ট্রের রাজনীতি উত্তপ্ত। নির্বাচনে দ্বিতীয়বারের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের পরাজয় মেনে নেয়নি তার দল রিপাবলিকান পার্টি।
আরও পড়ুন: পুতিনকে ‘কসাই’ বললেন বাইডেন
শুধু তাই নয়, নির্বাচিত প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলীয় বাইডেনের ক্ষমতাগ্রহণ আটকে দিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় তারা।
ওই নির্বাচনের পর থেকে গত দুই বছরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন ব্যাপকভাবে বেড়ে গেছে। মধ্যবর্তী নির্বাচনকে সামনে করে তা আরও স্পষ্ট হয়ে উঠছে। আশা করা হচ্ছে, আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন মার্কিন ভোটাররা।
Tag: English News politics
No comments: