এবার পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত
পশ্চিমতীরের নাবলুসে আজ মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর অভিযানে বিধ্বস্ত একটি বাড়িতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফিলিস্তিনিরা
নতুন করে ফিলিস্তিনের পশ্চিমতীরে আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর আঞ্চলিক কমান্ডার ইবরাহিম আল-নাবুলসি রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক আলজাজিরা আজ মঙ্গলবার এ তথ্য জানায়।
নিহত অপর দুজনের নাম ইসলাম সাবাউত ও হুসেইন জামাল তহা বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেডস ও হামাসের কাসসাম ব্রিগেডসের সঙ্গে যুক্ত পপুলার রেজিস্ট্যান্স কমিটিজ (পিআরসি) এক বিবৃতিতে পশ্চিমতীরে নিহতদের কথা জানানো হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভোরে নাবলুস শহরে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে ইসরায়েলি বাহিনীর সদস্যেরা। পরে সেখানে গুলিবিনিময় হয়।
সর্বশেষ গত শুক্রবার শুরু হওয়া দুদিনের বিমান হামলায় ৪৪ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ১৫টি শিশু ও চার নারীসহ ইসলামিক জিহাদের দুজন কমান্ডার নিহত হয়। পরে সোমবার রাত থেকে উভয়পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি শুরু হয়।
Tag: English News world
No comments: