তামিম-বিজয়ের পর ফিরলেন মুশিও, চাপে বাংলাদেশ
পরাজয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করা টাইগারদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ইনজুরি সমস্যা। এ অবস্থায় একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে একাদশেও এসেছে পাঁচ পরিবর্তন।
সিরিজ বাঁচাতে আগে ব্যাট করতে নেমে এদিন এনামুল হক বিজয়কে নিয়ে রীতিমত দুর্দান্ত সূচনা করেন অধিনায়ক তামিম ইকবাল। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ইনিংসের ১০ম ওভারেই ব্যক্তিগত ফিফটি পূরণ করেন তিনি। ১০টি চার ও এক ছক্কায় ৪৩ বলেই ৫৫তম ফিফটি পূরণ করেন দেশ সেরা ওপেনার।
তবে এরপরেই ঘটে হঠাৎ ছন্দপতন! যাতে ৭১-০ থেকে ৭৭-২ হয়ে যায় বাংলাদেশের স্কোর। ফিফটি পূরণ করা তামিম পরের বলে চিভাঙ্গাকে পুল শটে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডঅনে ধরা পড়েন কাইটানোর হাতে। ফেরার আগে ৪৫ বলে ঠিক ৫০ রান আসে তার ব্যাট থেকে।
Tag: English News politics
No comments: