Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রাশিয়ার ওপর সেই নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে ‘বিভক্তি’




প্রাগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার ও বুধবার আলোচনা করবেন। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কথা বলবেন তারা। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন নিষেধাজ্ঞা হিসেবে রাশিয়ার পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি তাদের প্রধান আলোচ্য বিষয় থাকবে। তবে এটি নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। জার্মানি ও ফ্রান্স সরাসরি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। জার্মানি-ফ্রান্স একটি যৌথ বিবৃতিতে বলেছে, রাশিয়ার পর্যটকদের ইউরোপে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হলে এটি উত্তেজনা উসকে দেবে এবং রাশিয়ার পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ আসবে। রুশ পর্যটকরা এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড ও ফিনল্যান্ডের স্থল সীমা ব্যবহার করে ইউরোপে প্রবেশ করে। লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে হুমকি দিয়েছেন, যদি ইউরোপীয় ইউনিয়ন রুশ পর্যটকদের ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে তারা নিজেরা ব্যবস্থা নেবেন। রাশিয়ার পর্যটকদের কেন ইউরোপে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন সেই কারণ ব্যাখ্যা করে গত সপ্তাহে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এটি আমার কাছে খুবই উস্কানিমূলক যে আপনি দেখছেন রাশিয়ার মানুষরা ইউরোপের সৈকতে এবং দক্ষিণ ইউরোপে ঘুরে বেড়াচ্ছে এবং একই সময়ে ইউক্রেনের ১৮-৬০ বছর বয়সীরা তাদের দেশ থেকে পর্যন্ত বের হতে পারছেন না। তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হচ্ছে। তিনি আরও বলেন, আমি মনে করি, এটি ঠিক আমরা ইউরোপে একসঙ্গে রাশিয়ার পর্যটকদের আসা বন্ধ করে দিতে পারি এবং এটি প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি পরিস্কার বার্তা দেবে। সূত্র: দ্য গার্ডিয়ান






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply