আফগানিস্তানে বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। আহত হয়েছেন ১৭ জন। খবর দ্য হিন্দু।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সোমবার (১৫ আগস্ট) দেশটির পারওয়ান প্রদেশে আকস্মিক এ বন্যা দেখা দেয়। এতে ধসে পড়েছে বহু ঘরবাড়ি।
সোমবার (১৫ আগস্ট) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের পাহাড়ি এলাকায় হঠাৎ ভারি বৃষ্টিপাত দেখা দেয়। পাহাড়ি ঢলে ধসে পড়ে বহু ঘরবাড়ি। তালেবান সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাখতার নিউজ এজেন্সির খবরে বলা হয়, ভারি বৃষ্টিপাত ও ভূমিধসে হতাহতের পাশাপাশি নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাহাড়ি ঢলে বাড়িঘর ধসে পড়ায় বাস্তচ্যুত হয়ে পড়েছেন সেখানকার কয়েক হাজার বাসিন্দা।
আরও পড়ুন: আফগানিস্তানে অনিশ্চয়তায় নারী শিক্ষাব্যবস্থা
আকস্মিক বন্যায় ঘরবান্দ উপত্যকায় বেশ কয়েকটি জেলায় ভূমিধস দেখা দিয়েছে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। আহত হয়েছে প্রায় ১০০ জন।
গত জুলাই মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ৪০ জন নিহত হয়েছিলেন। জুনে প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা ছিল ১৯। তবে দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, বন্যায় অন্তত ৪০০ মানুষ নিহত হয়েছেন। মৃতের পাশাপাশি বন্যার কারণে নাগরিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পের পর তীব্র খাদ্যসংকট
আগামী কয়েকদিন অঞ্চলটিতে ভারি বৃষ্টিপাতের পূর্ভাবাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বন্যা ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার।
Tag: English News world
No comments: