খোলাবাজারে আরও বাড়ল ডলারের দাম
খোলাবাজারে আরও বাড়ল ডলারের দাম
খোলাবাজারে ডলার সংকট আরও তীব্র হয়েছে। এতে আজও চড়া দামে ডলার বিক্রি হয়েছে।খোলাবাজারে ১১৫ টাকা পেরিয়ে গেছে। এর আগে কখনও একদিনে ডলারের দর এত বাড়েনি।
সোমবার (৮ আগস্ট) দুপুরে কার্ব মার্কেটে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৫ টাকা ৬০ পয়সায়। তারপরও চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছেন না গ্রাহকরা। এর আগে ২৭ জুলাই খোলা বাজারে সর্বোচ্চ দরে ডলার বিক্রি হয় ১১২ টাকায়।
এর আগে ২৭ জুলাই খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দর উঠেছিল ১১২ টাকা।
সোমবার খোলাবাজারে প্রতি ডলার ১০৮ থেকে ১১০ টাকা দরে বেচাকেনা শুরু হয়ে তা বেড়ে ১১৫ টাকা ৬০ পয়সায় গিয়ে ঠেকে।খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।
সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।
ডলারের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে কার্ব মার্কেটের ব্যবসায়ীরা জানান, বিদেশি পর্যটক কমে গেছে।প্রবাসীদের দেশে আসা কমেছে। ফলে বাজারে ডলারের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
Tag: English News lid news national
No comments: