নতুন অধ্যক্ষ পেল ঢাকা কলেজ
নতুন অধ্যক্ষ পেল ঢাকা কলেজ
ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
তিনি প্রতিষ্ঠানটির ৭৬তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব লাভ করেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২ শাখা) এক প্রজ্ঞাপন জারি করেন।
উপসচিব চৌধুরী সামিরা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আগামী ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৪ মার্চ ঢাকা কলেজের ৭৪তম অধ্যক্ষ হিসেবে অবসরে যান অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার৷ এরপর উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
No comments: