১০ ওভারেই পঞ্চাশ ছুঁয়ে দারুণ শুরু টাইগারদের
১০ ওভারেই পঞ্চাশ ছুঁয়ে দারুণ শুরু টাইগারদের
ছবি- সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় সোয়া ১টায় শুরু হয়েছে ম্যাচটি।
ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে সাবধানী শুরু করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের স্বাভাবিক ব্যাটিংয়ে স্বচ্ছন্দ্য হয়ে ওঠেন টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে পঞ্চাশ রান তুলে দলকে এগিয়ে নিচ্ছেন এই দুই ক্রিকেটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে বিনা উইকেটে ৫৬ রান।
টাইগার অধিনায়ক তামিম অপরাজিত আছেন ৩২ রান। আর ২৫ রান করলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম। মাঠে তামিমের সঙ্গে লিটন অপরাজিত আছেন ১৮ রানে।
Tag: English News lid news national
No comments: