অনুব্রতকে গ্রেফতারের প্রতিবাদে মমতার হুঙ্কার
পার্থ চট্টোপাধ্যায়ের পাশে না দাঁড়ালেও এবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুব্রতকে গ্রেফতারের প্রতিবাদে মমতার হুঙ্কার
দক্ষিণ কলকাতার এক অনুষ্ঠানে রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের গ্রেফতার নিয়ে কড়া ভাষায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তৃণমূলপ্রধান বলেন, ওরা আমাকে ভয় পায়। যদি ভয় পায়, তবে আমাকে মেরে ফেলুক। কোনদিনও মাথা নত করবো না।
তিনি বলেন, ঝাড়খন্ড সরকারকে ফেলে দেয়ার ষড়যন্ত্র করেছিল বিজেপি। কিন্তু তা আমি হতে দিইনি বলে ওরা আমার বিরুদ্ধে ক্ষেপেছে। মমতা প্রশ্ন রাখেন, অনুব্রতকে কেন গ্রেফতার করা হয়েছে? তৃণমূলকে দুর্বল করার চেষ্টা চলছে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না।
গোয়েন্দা সংস্থায় বিজেপির পোষা লোক রয়েছে বলেও মমতা এ দিন দাবি তোলেন। তৃণমূল সভানেত্রী এদিন আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হবে। বিজেপি সরকার আর থাকবে না।
২৩ জুলাই শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেসের তৃতীয় বৃহত্তম নেতা পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হওয়ার ৬ দিনের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সরানো হয় মন্ত্রীত্ব থেকে।
তবে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আরেক প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়ে কার্যত তার পাশেই দাঁড়ালেন।
Tag: English News lid news world
No comments: