অবশেষে বাতিল হলো ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচ
অবশেষে বাতিল হলো ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচ
ছবি- সংগৃহীত
অবশেষে বাতিল হলো ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকার পর্বে গত বছরের ৫ সেপ্টেম্বর মাঠে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে আর্জেন্টিনার চার ফুটবলার কোভিড-১৯ প্রটোকল ভাঙায় ব্রাজিলের স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সির (আনভিসা) হস্তক্ষেপে ম্যাচটি তখন স্থগিত করা হয়।
পরবর্তীতে ফিফার পক্ষ থেকে বলা হয়, ম্যাচটি খেলতেই হবে। তবে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই কোনো প্রকার সমস্যা ছাড়াই বিশ্বকাপে জায়গা করে নেওয়াতে অর্থহীন হয়ে পরে সেই ম্যাচটি। যার ফলে ম্যাচটি আর না খেলার জন্য ফিফাকে অনুরোধ জানায় আর্জেন্টিনা।
তবে ফিফা নিজেদের সিদ্ধান্তে অটল থাকে এবং ম্যাচটি খেলতে বলে। সর্বশেষ গত সপ্তাহে ব্রাজিলও ম্যাচটি না খেলার জন্য অনুরোধ জানায় ফিফাকে। মূলত দুই দলই বিশ্বকাপের আগে নিজেদের ফুটবলারকে শারীরিক এবং মানসিকভাবে চাঙা রাখার জন্য ম্যাচটি না খেলার জন্য অনুরোধ জানায়।
ফিফাও অবশেষে দুই দেশের ফুটবল ফেডারেশনের অনুরোধ রাখে। স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি বাতিল করে দিলো ফিফা। এই ম্যাচের বদলে দুটি করে প্রীতি ম্যাচ খেলার ইচ্ছা আছে দুই দেশের ফুটবল ফেডারেশনের।
চলতি বছরের কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। যেখানে আর্জেন্টিনা ও ব্রাজিল যথাক্রমে ‘সি’ ও ‘জি’ গ্রুপে পড়েছে। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। ‘জি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন।
Tag: English News games lid news world
No comments: