‘তহশিলদার-ইউপি সচিবরা দুর্নীতিবাজ ও শক্তিশালী’
‘তহশিলদার-ইউপি সচিবরা দুর্নীতিবাজ ও শক্তিশালী’
স্থানীয় পর্যায়ে ইউনিয়নের সচিব, তহশিলদার ও কৃষি কর্মকর্তারা বেশি দুর্নীতিতে জড়িত এমন অভিযোগ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ইউনিয়ন পরিষদ, কৃষি কর্মকর্তা, তহশিলদার ও ইউপি সচিবদের সব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে।
তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে হবে।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার : শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক এক নাগরিক সম্মেলনে এসব কথা বলে পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান বলেন, তহশিলদার ও ইউপি সদস্যরা অনেক বেশি ক্ষমতাবান। এ কারণে প্রান্তিক মানুষেরা তাদের কাছ থেকে নায্য সেবা পায় না। প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করে তারা। অথচ দেখবেন এই তহশিলদার ও ইউপি সদস্যরা ভালো পরিবেশে থাকে, সকালে ভালো যানবাহনে চড়ে অফিসে আসে। তাদের দুর্নীতি বন্ধে জাতীয় পর্যায় থেকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে। তবে গ্রাম ও শহরের মানুষের চাওয়া-পাওয়া এক নয়। গ্রামের মানুষ বিভিন্ন ভাতার কার্ড, পানি, স্যানিটেশন, সেতু ও সড়ক চায়। উন্নয়নের জন্য দেশে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। দেশের ভোটাররা স্থিতিশীল পরিবেশ ও কর্মসংস্থান চায়। বর্তমান সরকার তা-ই করছে।
এরই মধ্যে মধ্যম আয়ের লক্ষ্য অর্জিত হয়েছে। এবার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক সংকট চলছে। আমাদের তরীতেও লেগেছে সে ঢেউ।সবার উচিত বর্তমান প্রেক্ষাপটে ব্যয় সংকোচন করা ও মিতব্যয়িতা অবলম্বন করা।
নাগরিক সম্মেলনে আরও অংশ নেন, সংসদ সদস্য আরমা দত্ত, স্থানীয় শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির প্রমুখ।
Tag: English News lid news national
No comments: