এখনো বিক্রি হয়নি কাতার বিশ্বকাপের ৫ লাখ টিকিট
কাতার বিশ্বকাপ সামনে রেখে বেশ কয়েকমাস ধরেই টিকিটি বিক্রির কার্যক্রম চালাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এরইমধ্যে বিক্রি হয়ে গেছে মোট আসনের ৮০ শতাংশ অর্থাৎ প্রায় ২৫ লাখ টিকিট, আর এখনও অবিক্রিত আছে ৫ লাখ। যা আসর শুরুর আগেই বিক্রি হয়ে যাবে বলে ধারণা করছে ফিফা।
মোট ধারণক্ষমতা ৩ মিলিয়নের অবিক্রিত টিকিটগুলি সবচেয়ে কম মূল্যের। ২৫০ রিয়ালে কেনা যাবে প্রতিটি টিকিট। এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকিট কিনেছে আয়োজক দেশ কাতার এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। যেখানে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানিও ম্যাচ রয়েছে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
Reneta June
২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসর ঘিরে আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না কাতার। হোটেলে থেকে শুরু করে পর্যটন খাতকে ঢেলে সাজাচ্ছে দেশটি, থাকছে বিশেষ সব সুবিধা। এছাড়াও বিশ্বকাপ দেখতে আসা পর্যটকদের যাতায়াত সুবিধা দিতে ৪ হাজার বাস নামাতে যাচ্ছে কাতার।
বিজ্ঞাপন
অন্যদিকে আয়োজন সফল করতে এরইমধ্যে রাজধানী দোহায় ১৩০০ বাস নামিয়েছে কাতার সরকার। পর্যায়ক্রমে বাকি বাসগুলোকেও রাস্তায় দেখা যাবে। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ শুরু হলে প্রতিদিন ১ মিলিয়নের মতো মানুষ রাস্তায় নেমে আসবে। যাদের সময়মত স্টেডিয়ামে পৌঁছে দিতেই এই ব্যবস্থা। কাতারের বাস পরিষেবা পরিচালনাকারী মোওয়াসালাতের প্রধান অপারেটিং অফিসার আহমদ আল ওবায়েদলি এ ব্যাপারে কথা বলেছেন।
‘বড় ক্রীড়া ইভেন্টগুলির মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে জটিল পরিবহন কার্যক্রম চালানো হচ্ছে এখানে। আমাদের পরিকল্পনা সঠিক পথে রয়েছে। এরইমধ্যে ৩ হাজার বাস কেনা হয়েছে ৪ হাজারের বেশি বাস রাস্তায় থাকবে। চালকের সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ১৪ হাজার করা হয়েছে। রাস্তায় বিপদ এড়াতে প্রতিরক্ষামূলক ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি বাসে পাঁচটি সিসিটিভি ক্যামেরা থামবে। এটি হবে বিশ্বের সবচেয়ে আধুনিক পাবলিক ট্রান্সপোর্ট পরিষেবাগুলির মধ্যে একটি।’
Tag: English News games world
No comments: