ইউক্রেনের দক্ষিণে জড়ো হচ্ছে রুশ সেনারা, বড় হামলার শঙ্কা
ইউক্রেনের দক্ষিণে জড়ো হচ্ছে রুশ সেনারা, বড় হামলার শঙ্কা
ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান ভাদিম স্কিভিৎস্কি সোমবার জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণ দিকে জড়ো হচ্ছে বিপুল পরিমাণ রুশ সেনা।
ইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চলগুলোতে বিশেষ করে খেরসনে গত কয়েকদিন ধরে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তাদের বিরুদ্ধে হামলা চালাতেই এসব রুশ সেনাদের জড়ো করা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের এ সামরিক কর্মকর্তা।
এ ব্যাপারে ভাদিম স্কিভিৎস্কি বলেছেন, তারা তাদের সেনার সংখ্যা বাড়াচ্ছে। আমাদের পাল্টা আক্রমণ (ইউক্রেনের দক্ষিণ দিকে) প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত নিজেরাও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ দিকটি হলো তাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ সবকিছুর ওপরে ক্রিমিয়া।
তাছাড়া প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিও রুশ সেনাদের জড়ো হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে সেনাদের নিয়ে আসছেন রুশ কমান্ডাররা। তাদের লক্ষ্য খেরসনের আঞ্চলিক রাজধানী ও জাপোরিঝজিয়ার দিকে আরও এগিয়ে যাওয়া।
এ ব্যাপারে জেলেনস্কি বলেন, রুশ সেনারা এখন আমাদের দক্ষিণ দিকের দখলকৃত অঞ্চলে তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এদিকটায় তাদের কার্যক্রম বাড়াচ্ছে। তবে কৌশলগতভাবে তাদের এ যুদ্ধে জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে খেরসন ও জাপোরিজঝিয়া স্বাধীন করার জন্য ইউক্রেন পাল্টা হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর সেখানে নিজেদের শক্তি বাড়াচ্ছে রাশিয়া।
ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রাম পুনর্দখল করতে সমর্থ হয়েছে। এখন তারা রাজধানী খেরসন সিটির দিকে এগুনোর চেষ্টা করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
No comments: