ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করছে রুশ বাহিনী
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দেশটির পূর্বাঞ্চলের দোনবাস অঞ্চলে রুশ বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে।
এ ছাড়া দক্ষিণ ইউক্রেনের খেরসন ও মিকোলায়েভ শহরের আশপাশে গোলাবর্ষণ করা হয়েছে বলে জানানো হয়। খবর ভয়েস অব আমেরিকার।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দেওয়া এই খবরে, জাপোরিঝিয়ার পূর্ব ও দক্ষিণ দিকের শহরগুলোতে ট্যাংক ও বিমান হামলা চালানোর কথাও উল্লেখ করা হয়।
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করা অব্যাহত রেখেছে।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কিছু দিন পরই মার্চ মাসে রাশিয়া ওই স্থাপনাটি দখল করে নেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাতে রুশ জনগণের প্রতি আহ্বান জানান, যাতে তারা ফেব্রুয়ারির শেষ দিকে শুরু করা এই যুদ্ধটির বিরোধিতা করেন। জেলেনস্কি বলেন, যেসব রুশ নাগরিক যুদ্ধ নিয়ে নীরব আছেন, তারাও এই যুদ্ধকে সমর্থন করছেন।
রুশ ভ্রমণকারীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার প্রতিও সমর্থন জানান জেলেনস্কি।
এদিকে জাতিসংঘের ভাড়া করা একটি জাহাজ ইউক্রেন থেকে ২৩ হাজার টন গম নিয়ে রোববার ইথিওপিয়ার উদ্দেশে ছেড়ে গেছে।
এটিই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রথম শস্য রপ্তানি, যা দুর্ভিক্ষের মুখোমুখি থাকা কোনো দেশের উদ্দেশে যাচ্ছে।
Tag: English News world
No comments: