জ্বালানি খাতে বড় ভর্তুকির ঘোষণা ইতালির
জ্বালানি খাতে এবার ১৭ বিলিয়ন ইউরো ভর্তুকি ঘোষণা করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী। এ নিয়ে জানুয়ারি থেকে মোট ৫২ বিলিয়ন ইউরো ভর্তুকি ঘোষণা করল দেশটির সরকার। এমন ঘোষণায় খুশি স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়েছে কয়েকগুণ। যার কারণে বিদ্যুৎ ও গ্যাস বিল মেটাতে হিমশিম খাচ্ছে ইতালির সাধারণ মানুষ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ১৭ বিলিয়ন ইউরোর নতুন এনার্জি ভর্তুকি ঘোষণা করেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী।
এর আগে গত জানুয়ারি মাস থেকে ৩৫ বিলিয়ন ইউরো জ্বালানি ভর্তুকি দিয়ে আসছে সরকার। নতুন ঘোষণার মাধ্যমে মোট ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে ৫২ বিলিয়ন ইউরো। ভর্তুকির খবরে স্থানীয়দের পাশাপাশি খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
আরও পড়ুন: ইতালি প্রবাসীদের জন্য খুশির খবর
এই নতুন ভর্তুকির অর্থের উৎসের বর্ণনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মারিও জানান, ইতালির অর্থনীতি এখন প্রতিবেশী দেশের তুলনায় অনেক এগিয়ে থাকায় টার্গেটের চেয়ে অধিক কর আদায় সম্ভব। তাই বাজেটের অর্থের ওপর কোনো প্রভাব পড়বে না।
ইতালির অর্থনীতিতে সুবাতাস বইলেও বেতন বাড়েনি কর্মজীবীদের। গত জুন মাসে দেশটিতে ৮ শতাংশ মুদ্রাস্ফীতি ঘটেছে যা ১৯৭৬ সালের পর থেকে সবচে বেশি। এতে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ নাগরিকরা
Tag: English News lid news world
No comments: