ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থা ‘অস্থিরতাপূর্ণ’
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি অস্থিরতাপূর্ণ। ইউক্রেনে অভিযান চলাকালে গত মার্চে রাশিয়া এ বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ গ্রহণ করে।
মঙ্গলবার (২ আগস্ট) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের দনিপ্রো নদীর ওপর অবস্থিত জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি এখন মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও এটি ইউক্রেনের স্টাফরাই পরিচালনা করছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে একটি মিশন পাঠানোর প্রচেষ্টা চালিয়ে আসছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে আইএইএ প্রধান বলেন, প্রকৃতপক্ষে সেখানে একটি অস্থিরতাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
পরমাণু অস্ত্রের বিস্তার রোধ বিষয়ে স্বাক্ষর করা ১৯১ দেশের এক সম্মেলন সেখানে অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: পারমাণবিক যুদ্ধ নিয়ে যা বললেন পুতিন
তিনি বলেন, এ ক্ষেত্রে ‘নিরাপত্তার সকল নিয়ম একতরফা বা অপরপক্ষে ভঙ্গ করা হয়েছে। আমরা সেখানে এমনটা চলতে দিতে পারি না।’
সোমবার (১ আগস্ট) এ সম্মেলনের শুরুতে তিনি বলেন, জাপোরিজঝিয়ার অস্থিরতাপূর্ণ পরিস্থিতির দিন দিন আরও অবনতি ঘটছে। তার সংস্থা এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে কয়েক সপ্তাহ ধরে একটি প্রতিনিধিদল পাঠানোর চেষ্টা করে আসছে। ইউক্রেন তা প্রত্যাখ্যান করে বলেছে, এমনটা ঘটলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে রাশিয়ার এ কেন্দ্র দখলের বৈধতা পাবে।
একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন বলেন, ইউক্রেনে হামলা চালানোর ক্ষেত্রে এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রকে একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে মস্কো।
No comments: