ইউরোপের তিন দেশে তেল সরবরাহ বন্ধ করেছে রাশিয়া
ইউরোপের দেশ হাঙ্গেরি, চেক বিপাবলিক ও ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ বন্ধ করেছে দিয়েছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনের মধ্যদিয়ে তেল পরিবহনের ভাড়া পরিশোধ করতে না পারায় দেশ তিনটিতে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে রাশিয়ার রাষ্ট্রীয় পাইপলাইন পরিচালনাকারী সংস্থা ট্রান্সনেফ্ট মঙ্গলবার জানিয়েছে।
ট্রান্সনেফ্ট জানায়, ইউক্রেনীয় অপারেটর ইক্রট্রান্সনাফতা রাশিয়ান তেল পরিবহন স্থগিত করেছে। কারণ তারা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বিধিনিষেধের কারণে ট্রানজিট ফি গ্রহণ করতে পারেনি বলে ট্রান্সনেফ্ট রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন।
ট্রান্সনেফ্ট আরও জানায়, গত ৪ আগস্ট ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার তেল পরিবহন বন্ধ করে দিয়েছে কিয়েভ। ইউক্রেন পাইপ লাইনের ভাড়ার অর্থ না পাওয়ার কারণে তারা তেল পরিবহন বন্ধ করে দেয়। গত কয়েকদিন ধরে তেল পরিবহন বন্ধ রয়েছে বলে স্লোভাকিয়া থেল শোধনাগারের একজন মুখপাত্র জানিয়েছেন।
Tag: English News world
No comments: