শপথ নিলেন কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সাবেক গেরিলাযোদ্ধা ও সাবেক মেয়র গুস্তাভো পেত্রো (৬২) রোববার (০৭ আগস্ট) প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি দেশটিতে প্রথমবারের মতো নির্বাচিত কোনো বামপন্থি প্রেসিডেন্ট। অর্থনৈতিক বৈষম্য এবং মাদক-সহিংসতায় সংকটে পড়া দেশটিতে ব্যাপক সংস্কার আনার পরিকল্পনা করেছেন তিনি। তিনি শপথ নিয়ে ঐক্যের ডাক দিয়েছেন। খবর রয়টার্স। রোববার (৭ আগস্ট) কলম্বিয়ার রাজধানী বোগোটায় হাজারো মানুষের উপস্থিতিতে বলিভার প্লাজায় শপথ নেন গুস্তাভো পেত্রো। তিনি দেশটিতে প্রথমবারের মতো নির্বাচিত কোনো বামপন্থি প্রেসিডেন্ট। জানা যায়, অর্থনৈতিক বৈষম্য এবং মাদক-সহিংসতায় সংকটে পড়া দেশটিতে ব্যাপক সংস্কার আনার পরিকল্পনা করেছেন তিনি। বোগোটায় শপথ গ্রহণ অনুষ্ঠানে পেত্রো বলেন, আমি ঈশ্বরের কাছে শপথ করছি এবং জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বিশ্বস্ততার সঙ্গে কলম্বিয়ার সংবিধান এবং আইন প্রয়োগ করব। পেত্রো আরও বলেন, তার সরকার কলম্বিয়ার জন্য এমন নতুন কিছু করবে, যার জন্য কয়েক শতক ধরে অপেক্ষা করা হচ্ছে। আর তা হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা। এমন একটি সরকার যাত্রা শুরু করছে, যেটি পরিবেশগত ন্যায়বিচারের জন্য লড়াই করবে। জাতি হিসেবে তাঁদের যেসব চ্যালেঞ্জ-পরীক্ষা রয়েছে, তা মোকাবিলায় ঐক্য দরকার। এম-নাইন সশস্ত্র গোষ্ঠীর সাবেক সদস্য পেত্রো তার অভিষেক ভাষণে বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কলম্বিয়ায় শান্তি আনতে দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন। আরও পড়ুন: প্রথম বামপন্থি প্রেসিডেন্ট পেল কলম্বিয়া পেত্রোর শপথ অনুষ্ঠানে স্প্যানিশ রাজা ফেলিপ ষষ্ঠ ও লাতিন আমেরিকা অঞ্চলের অন্তত নয়টি দেশের প্রেসিডেন্ট উপস্থিতি ছিলেন। প্রায় এক লাখ আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে শপথ নেন তিনি। ৬২ বছর বয়সী সাবেক মেয়র পেত্রো ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছেন। ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সাবেক সদস্যদের ক্ষেত্রে ২০১৬ সালে হওয়া শান্তিচুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। পেত্রোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে আলোচনা করবে সরকার। মাদক চোরাচালানের তথ্য সরবরাহের বিনিময়ে এসব চক্রের সদস্যের সাজা কমানোর সুযোগ দেওয়া হতে পারে। আরও পড়ুন: কলম্বিয়ায় ভূমিধসে তিন শিক্ষার্থী নিহত গত ২৯ মে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে পেত্রো জয়ী হলেও প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন। এ কারণে গত ১৯ জুন দেশটিতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই দফায় তিনি ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। দ্বিতীয় দফায় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭৭ বছর বয়সী ব্যবসায়ী রোদোলফো এরনান্দেজ। তার চেয়ে সাত লাখের বেশি ভোট পেয়েছেন পেত্রো। নির্বাচনী প্রচারের সময় পেত্রো ধনীদের জন্য কর বৃদ্ধি করে তা স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের কথা বলেন। এ ছাড়া দেশটিতে গত বছর বিক্ষোভকারীদের পুলিশি নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা কুড়ায়। তিনি পুলিশ বাহিনীকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
-
শ্রাবন্তি কে কিস করে করলো বাংলার নায়ক শাকিব খান (ভিডিও)
No comments: