হৃত্বিকের সঙ্গে একই বাড়িতে কাছাকাছি, অদেখা ছবি ফাঁস আমিশার
হৃত্বিক রোশন এবং আমিশা প্যাটেল, বলিউডে একসঙ্গেই হাত ধরাধরি করে কেরিয়ার শুরু করেছিলেন। ছবির নাম 'কহো না পেয়ার হ্যায়'। ২০০০ সালে ১৪ জানুয়ারি মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত এই ছবি। মুক্তি পেতেই বক্স অফিসে সুপার হিট হয় 'কহো না পেয়ার হ্যায়'। প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছিল হৃত্বিক-আমিশার প্রথম ছবি। সে তো না হয় হল তত্ত্ব কথা, তবে শনিবার সকালে স্মৃতির সরণী বেয়ে ২২ বছর পুরনো সেই দিনে ফিরে গেলেন আমিশা। ভাসলেন নস্টালজিয়ায়
No comments: