পেলোসির ‘উস্কানিমূলক’ সফর নিয়ে সতর্কতা দিল রাশিয়া
যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পেলোসির সফর চীনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করবে এবং এ অঞ্চলে উত্তেজনা উসকে দেবে।
এ ব্যাপারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আমরা এখন নিশ্চিত করে বলতে পারিনা সে (পেলোসি) সেখানে যাবেন নাকি যাবেন না। কিন্তু এ সফরের সবকিছু এবং তাইওয়ানে তার সম্ভাব্য সফর নিশ্চিত উস্কানিমূলক।
এদিকে শুরু থেকেই পেলোসির তাইওয়ান সফরের বিরোধীতা করে আসছে চীন। তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে থাকে তারা। যদিও চীন কখনো তাইওয়ান শাসন করেনি।
চীন জানিয়েছে, পেলোসি যদি তাইওয়ান আসেন তাহলে এটি এক চীন নীতির বিরোধী হবে। যুক্তরাষ্ট্র সবসময় এক চীন নীতিতে সমর্থন দিয়ে আসছে।
তবে অফিসিয়ালি যুক্তরাষ্ট্র এক চীন নীতির পক্ষে হলেও তারা চায় তাইওয়ান যেন বিশ্বের বুকে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
সূত্র: রয়টার্স
Tag: English News lid news others world
No comments: