আমি মোটেই উপরাষ্ট্রপতি হতে চাইনি, মোদীকে মিথ্যাবাদী বললেন মুখ্যমন্ত্রী নীতীশ
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জেডি(ইউ) নেতা নীতীশ কুমারের অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নীতীশের বিরুদ্ধে তিনি "দুর্নীতি ও কংগ্রেসবাদ"- এর পাশে থাকার অভিযোগও করেন। প্রসাদ আরও জিজ্ঞাসা করেছিলেন যে কুমারের রাজনীতি যা "অ-কংগ্রেসিজম" কেন্দ্রিক ছিল তা কি শেষ হয়েছে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফের আক্রমণ করেছেন বিজেপিকে। বৃহস্পতিবার বিজেপি নেতা সুশীল মোদীকে সরাসরি আক্রমণ করেছেন তিনি। মোদী দাবি করেন যে জনতা দল-ইউনাইটেড নেতা নীতীশ কুমার দেশের উপ-রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। কুমার এই দাবিকেকে ‘তামাশা’ বলে অভিহিত করেছেন। ‘আপনি একজনকে (সুশীল মোদী) বলতে শুনেছেন যে আমি উপরাষ্ট্রপতি হতে চাই। এই কথা মিথ্যা। আমার এমন কোনও ইচ্ছা ছিল না। তারা কি ভুলে গেছে আমাদের পার্টি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে তাদেরকে কতটা সমর্থন করেছিল? তাঁরা আমার বিরুদ্ধে কথা বলুক।’
সুশীল মোদীর দাবির একদিন পরেই এই বক্তব্য রেখেছেন নীতীশ কুমার। মোদী বলেন যে তার দল বিজেপি এবং নীতীশ কুমারের জেডি(ইউ)-এর মধ্যে বিবাদ কারন বিহারের মুখ্যমন্ত্রীর দেশের ভাইস প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার সঙ্গে যুক্ত হতে পারে। একটি ট্যুইটে তিনি বলেছেন, ‘নীতীশ ভারতের উপরাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। অনেক জেডিইউ সিনিয়র নেতা বিজেপির মন্ত্রীদের সঙ্গে এই সনভাবনা সম্পর্কে কথা বলেছেন।’
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখরকে তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বেছে নেয়। ধনখর তাঁর প্রতিপক্ষ মার্গারেট আলভাকে পরাজিত করে এই পদে জয়লাভ করেন। বৃহস্পতিবার সকালে উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
অন্যদিকে বুধবার, নীতীশ কুমার আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বিজেপির সঙ্গে থাকা জোট ভেঙে বেড়িয়ে রাজ্যে সরকার গঠনের জন্য আরজেডি-র নেতৃত্বাধীন মহাজোটে ফের যোগদান করেছেন তিনি।
মঙ্গলবার মহাগঠবন্ধনে যোগদান করে নীতীশ কুমার বলেন বিজেপি চেষ্টা করছিল জেডি(ইউ) কে ভাঙার। সেই কারনেই তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করে বিরোধী আরজেডি-র সঙ্গে যোগ দেন।
Tag: English News world
No comments: