নেদারল্যান্ডসে ‘স্ট্রিট পার্টিতে’ ট্রাকচাপায় বহু হতাহত
নেদারল্যান্ডসের দক্ষিণে নিউ বেইজারল্যান্ড শহরে একটি ‘স্ট্রিট পার্টিতে’ ট্রাকচাপায় বেশ কয়েকজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। তবে ডাচ পুলিশ বলছে, এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রটারডাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেইজারল্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: রাশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
পুলিশের মুখপাত্র এলিয়েন মাস্টউইজক স্থানীয় সম্প্রচার সংস্থা রিজনমন্ডকে বলেন, চলন্ত একটি ট্রাক রাস্তা থেকে পার্টির মধ্যে গিয়ে ‘বিধ্বস্ত’ হয়। ঘটনা কী কারণে ঘটেছে কিংবা কতজন নিহত বা আহত হয়েছেন তার সঠিক সংখ্যা স্পষ্ট নয়। ট্রাকটি এখনও ঘটনাস্থল থেকে সরানো হয়নি।
রিজনমন্ড এবং স্থানীয় অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে ভাঙা অনেক টেবিল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আর তার মধ্যেই পড়ে আছে স্প্যানিশ পরিবহন সংস্থার একটি ভারী ট্রাক।
Tag: English News lid news world
No comments: