জাবির উপাচার্য প্যানেল নির্বাচন আজ, অংশ নিচ্ছে আ.লীগপন্থি শিক্ষকদের তিনটি পক্ষ
নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের তিনটি পক্ষ আলাদাভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ছবি : সংগৃহীত
আট বছর পর আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক বিশেষ সিনেট সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮১ জন সিনেট সদস্য সর্বোচ্চ তিনটি করে ভোট দেবেন। সর্বাধিক ভোট পাওয়া তিন জনের নাম প্যানেল আকারে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
১৯৭৩ সালের অধ্যাদেশের ১১(১) এর ধারা অনুযায়ী, আচার্য সিনেটের মনোনীত তিন ব্যক্তির একটি প্যানেল থেকে অধ্যাদেশের নির্ধারিত নিয়ম ও শর্তাবলী মেনে এক জনকে চার বছরের জন্য উপাচার্য নিযুক্ত করবেন।
এদিকে, উপাচার্য প্যানেল নির্বাচনে বিএনপিপন্থি ও বামপন্থি শিক্ষকেরা প্যানেল ঘোষণা না করলেও এরই মধ্যে তিনটি প্যানেল ঘোষণা করেছেন আওয়ামীপন্থি শিক্ষকেরা। তিনটি প্যানেলের নেতৃত্বে আছেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন, বর্তমান উপাচার্য অধ্যাপক নূরুল আলম ও অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী।
গত বুধবার (১০ আগস্ট) রাতে অধ্যাপক আমির হোসেনের নেতৃত্বে প্যানেল ঘোষণা করেন আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। প্যানেলের অন্য দুই প্রার্থী হলেন—বিশিষ্ট প্রত্নতাত্বিক অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা।
পরদিন বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’-এর একাংশকে নিয়ে একটি প্যানেল ঘোষণা করা হয়। যেখানে অধ্যাপক নূরুল আমিনের সহযোগী হিসেবে অধ্যাপক অজিত কুমার মজুমদার ও অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ থাকছেন।
একই দিন বিকেলে আরেকটি প্যানেল ঘোষণা করে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’-এর বাকি অংশ। দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহম্মদ হানিফ আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদ কুদ্দুসের নেতৃত্বে তিন সদস্যদের প্যানেল ঘোষণা করা হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফীর সঙ্গে এ প্যানেলে রয়েছেন অধ্যাপক মোতাহার হোসেন ও অধ্যাপক তপন কুমার সাহা।
এদিকে, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য এম.এ মতিনের নেতৃত্বে আরেকটি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করা হয়নি
Tag: English News politics
No comments: