Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » চিলিতে রহস্যময় গর্ত!




লাতিন আমেরিকার দেশ চিলিতে এক রহস্যজনক গর্তের সন্ধান পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলের খনি এলাকায় গেল শনিবার প্রথমবারের মতো গর্তটি দেখতে পায় চিলির 'ন্যাশনাল সার্ভিস অব জিওলজি অ্যান্ড মাইনিং'। ৮২ ফুট গভীর গর্তটির রহস্য উদ্‌ঘাটনে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। খবর ইউএসএ টুডে-র। দুর্গম এলাকায় বিশাল এক গর্ত। লাতিন আমেরিকার দেশ চিলির পশ্চিমাঞ্চলে সন্ধান মিলল রহস্যজনক এক গর্তের। খনি অঞ্চলে গেল শনিবার গর্তটি দেখতে পান দেশটির ন্যাশনাল সার্ভিস অব জিওলজি অ্যান্ড মাইনিং প্রতিষ্ঠানের কর্মীরা, যা নিয়ে ইতোমধ্যে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। ৮২ ফুটের গর্তটির রহস্য জানতে একদল বিশেষজ্ঞ পাঠিয়েছে সরকার। এক কর্মকর্তা বলেন, ‘গর্তটির আকার ও গভীরতা বেশ বড়। আমরা গর্তের ভেতর কোনো বস্তু পাইনি। তবে এর ভেতর অনেক পানি রয়েছে।’ রাজধানী চিলি থেকে ৬৬৫ কিলোমিটার দূরের এ গর্তটি কীসের ইঙ্গিত, তা নিয়ে চিন্তিত দেশটির কর্তৃপক্ষ। আরও পড়ুন: চিলির সমুদ্রসৈকতে লাখ লাখ মৃত মাছ! স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ করেই দেখা দেয়া বিশাল এ গর্তটির বিষয়ে কিছুই বুঝে উঠতে পারছি না। এটা কোনো খারাপ প্রভাব ফেলবে কি না, এ নিয়ে চিন্তিত আমরা।’ খনিতে গর্তটি তৈরি হলেও কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। গর্তটির সবচেয়ে কাছে থাকা বাড়িটির দূরত্ব ছয়শ মিটারের বেশি। এক কিলোমিটারের মধ্যে জনবহুল এলাকা না থাকায় বাড়তি সতর্কতার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply