যুদ্ধ বন্ধে সি চিন পিংয়ের সাহায্য চান জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি টানতে সাহায্য করার জন্য চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ খুঁজছে ইউক্রেন। খবর রয়টার্সের।
আজ বৃহস্পতিবার হংকংভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন কথা বলেছেন।
চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর তাদের অতিমাত্রায় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কাজে লাগানোর জন্য চীনের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি বলেন, ‘এটা (চীন) খুব শক্তিশালী একটি রাষ্ট্র। একই সঙ্গে শক্তিশালী অর্থনীতি। তাই রাশিয়ার ওপর তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আছে।’
যুদ্ধে বন্ধে চীনের কাছে সাহায্যের আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এসবের সঙ্গে সঙ্গে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ।’
Tag: English News lid news others world
No comments: