Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ব্রাজিলকে হারিয়ে ফাইনালে জাপান




পুরুষদের বিশ্বকাপের সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু নারী বিশ্বকাপে একবারও শিরোপা জেতেননি সেলেকাওরা। তবে ব্রাজিলের নারীদের অনূর্ধ্ব-২০ দলটি তাদের বিশ্বকাপ আসরগুলোতে বরাবরই হতাশ করেছে। শিরোপা জেতা তো দূরের কথা, একটা বারের জন্য ফাইনালেও খেলতে পারেননি তারা। এবারও সেই হতাশায় পুড়তে হলো। জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ স্বপ্ন ধুলোয় মিশে গেছে নেইমারের দেশের নারী ফুটবলারদের। ঘরের মাঠ এস্তাদিও নাসিওনাল দে কোস্তারিকায় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনালে শুক্রবার জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। আক্রমণাত্মক খেলা খেলেও জয় নিয়ে ফিরতে পারেননি কোচ হোনাস উরিয়াসের শিষ্যরা। ব্রাজিলের ১৯ শটের ৬টি গেছে জাপান গোলমুখে। যার একটি মাত্র জালে জড়ায়। এর বিপরীতে মাত্র ৯টি শট করে জাপান, যার ৪টি ছিল প্রতিপক্ষ গোলমুখে। চারটি শটের দুটোই কাজে লেগেছে জাপানের। ম্যাচের ৩০ মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন জাপান। ১-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নেমে ৫৫ মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফেরে ব্রাজিল। তাতে ফাইনালের আশাটাও আবার জেগে ওঠে সেলেকাওদের। তবে সে আশাকে ধুলোয় মিশিয়ে দেন জাপানের মাইকা হামানো। ম্যাচের ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে গোলরক্ষককে দারুণ দক্ষতায় ধোঁকা দেন মাইকা। অসাধারণ এক চিপে জয়সূচক গোলটা পেয়ে যান তিনি। রেফারির শেষ বাঁশিতে ২-১ গোলে জয় নিয়ে ফাইনালে উঠে জাপান। দিনের অন্য ম্যাচে একই ভেন্যুতে স্পেন মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। সেই ম্যাচে ইনমা গাবারোর জোড়া গোলে ডাচদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন। আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে জাপান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply