৫৪তম ফিফটিতে ৮ হাজারি ক্লাবে তামিম
টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ শুরু হতেই বরাবরের মতো আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছে তামিমের দল।
বড় রানের লক্ষ্যে ছুটতে থাকা দলের হয়ে ব্যাট হাতে রীতিমত উজ্জ্বল অধিনায়ক। এরইমধ্যে তুলে নিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম অর্ধশতক। যাতে ভর করে ২২৯তম ম্যাচ খেলা তামিম স্পর্শ করেছেন ৮ হাজার রানের মাইলফলক।
হারারে স্পোর্টস গ্রাউন্ডে এদিন বাংলাদেশ সময় সোয়া ১টায় শুরু হওয়া এই ম্যাচে দারুণ শুরু করে প্রথম দশ ওভারেই ৫১ রান তুলে ফেলে বাংলাদেশ। তামিম-লিটনের ওপেনিং জুটিতে এর পরের ১০ ওভারেও কোনো উইকেট হারায়নি সফরকারীরা। তুলে নেয় আরও ৩৮টি রান।
Tag: English News lid news national
No comments: