লিটন-শরিফুলসহ শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন যারা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ প্রদান করেছেন। এবার সাত ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করেন।
প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে ভার্চুয়ালি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।
২০২২ সালে শেখ কামাল পুরস্কার পেলেন যারা—
আজীবন সম্মাননা: হারুনুর রশিদ
সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম
ক্রীড়াবিদ: লিটন দাস, আবদুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা
উদীয়মান: দিয়া সিদ্দিকী ও শরিফুল ইসলাম
পৃষ্ঠপোষক: গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড
সাংবাদিক: কাশীনাথ বসাক
সংস্থা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন
দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আশির দশকে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার চালু করা হয়। ১৯৯১ সালের পর থেকে সেই পুরস্কার প্রদান স্থগিত হয়ে যায়। গত বছর পুরস্কারটি আবার চালু হয়েছে শেখ কামালের নামে।
Tag: English News lid news national
No comments: