Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাংলাদেশকে পাওয়ার হিটিং শেখাবেন জেমি সিডন্স




এনমুল হক বিজয়কে অনুশীলন করাচ্ছেন জেমি সিডন্স। ছবি : সংগৃহীত টি-টোয়েন্টিতে ভালো করার লক্ষ্যে একজন পাওয়ার হিটিং কোচের খোঁজে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই আলোচনায় এসেছে জেমি সিডন্সের নাম। জাতীয় দলের এই ব্যাটিং কোচ নিজেকে পাওয়ার হিটিং বিশেষজ্ঞ হিসেবেই দাবি করছেন। তাঁর দাবিতে সাড়া দিয়েছে বিসিবি। আপাতত বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখাবেন সিডন্স। এশিয়া কাপকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই নিজেদের মতো প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। কেউ একাডেমিক মাঠে, কেউ ইনডোরে কিংবা কেউ সেন্টার উইকেটে। যে যেভাবে পারছেন নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। ক্রিকেটারদের এই অনুশীলনের মধ্যেই আজ বৃহস্পতিবার হঠাৎ মাঠে এসে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব-মুশফিকদের অনুশীলন দেখতে সেন্টার উইকেটেই চলে যান বিসিবিপ্রধান। অনুশীলন দেখে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা করেন নাজমুল হাসান। এরপর জানান যে, আপাতত সিডন্সই হবেন পাওয়ার হিটিংয়ের ভরসা। নাজমুল হাসান বলেছেন, ‘কদিন আগে জেমি সিডন্স আমার বাসায় এসেছিল। আমরা কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই টি-টোয়েন্টির ভাবনাটা পরিবর্তন করতে হবে। এটার কোনো বিকল্প নেই। ১৩০ করে তো ম্যাচ জিততে পারবেন না। আমাদের ১৮০-২০০ করতে হবে। এটা মাথায় রাখতে হবে। এখন আমাদের যে পরিকল্পনা ওইটা করার কোনো লক্ষণই দেখছি না। এটা নিয়ে নতুন করে কী করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তখন জেমি এসে বলল যে সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয়ে) খুবই আগ্রহী।’ ‘জেমি বলল তাঁর নাকি এটাতে বিশেষত্ব আছে। তাই আমরা এই এশিয়া কাপটা দেখছি। আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। কারণ খেলা অস্ট্রেলিয়ায়, সেখানে চ্যালেঞ্জও বেশি। ওই সব জায়গায় তো আমরা এমনিতেই স্ট্রাগল করি। সেটার কথা মাথায় রেখে আমরা কাজ করছি। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কি না। আর বেশি সময়ও হাতে নেই। হুট করে যে একজন কোচ এনে সব উন্নতি করে ফেলব এটা ভাবা ঠিক হবে না।’— যোগ করেন বিসিবিপ্রধান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply