Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কাবুলে মসজিদে বিস্ফোরণ, অনেক হতাহতের শঙ্কা




কাবুলে মসজিদে বিস্ফোরণ, অনেক হতাহতের শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করছে পুলিশ। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার রাতে নামাজ চলাকালে কাবুলের ওই মসজিদে হামলার ঘটনা ঘটে। ইমারজেন্সি নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একাধিক সংবাদমাধ্যম বলছে, বিস্ফোরণে সিদ্দিকী নামে ওই মসজিদের ইমাম নিহত হয়েছেন। তবে কারা হামলা করেছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। এক সপ্তাহ আগে কাবুলে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন ধর্মীয় নেতা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, রাজধানীর অদূরে ওই বিস্ফোরণস্থলে ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। কাবুলে কার্যক্রম পরিচালনাকারী ইতালিভিত্তিক সংস্থা ইমারজেন্সি বলেছে, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply