আগস্টের শুরুতেও রেমিট্যান্সের জোয়ার
ডলার সংকেটের মধ্যেও প্রবাসীদের রেমিট্যান্সে পাঠানোর ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহেই (১ থেকে ৭ আগস্ট) ৫৫ কোটি ডলার দেশে এসেছে। প্রতি ডলার ৯৫ টাকা হিসেবে যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫ হাজার ২২৫ কোটি টাকা।
বুধবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, জুলাইয়ের পর আগস্টেও রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এ মাসে প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলার দেশে এসেছে।
গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে ৩৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ চলতি আগস্টের প্রথম সপ্তাহে আসা প্রবাসী আয়ের পরিমাণ গত আগস্টের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেশি।
দেশে ডলারের ব্যাপক চাহিদা থাকায় ব্যাংকগুলো ১১০ টাকা দরের বেশি মূল্যেও রেমিট্যান্স সংগ্রহ করছে। মানে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে।
আরও পড়ুন: সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে ডলার বিক্রি
এদিকে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এমনকি গত জুনের চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি
Tag: English News lid news national
No comments: