Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মমতার মন্ত্রিসভায় ৯ মন্ত্রীর শপথ, নতুন মুখ ৮




মমতার মন্ত্রিসভায় ৯ মন্ত্রীর শপথ, নতুন মুখ ৮ Mamata Banerjee Bengal Cabinet Reshuffle: কে কোন দফতর পাবেন? প্রদীপ মজুমদার কৃষি দফতরের দায়িত্ব পেতে চলেছেন বলে একপ্রকার নিশ্চিত। সেচ দফতরের দায়িত্ব পেতে পারেন বিপ্লব রায়চৌধুরী।

। মমতার মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে মোট শপথ নিলেন ৯ জন। যারমধ্যে ৮ জন-ই নতুন মুখ। মোট ৯ জন মন্ত্রীর মধ্যে ৫ জন পূর্ণমন্ত্রী। পূর্ণমন্ত্রী হচ্ছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ ও স্নেহাশিষ চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৈৌধুরী। আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ। নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গনেশন। রাজভবনে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ বাকি মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কে কোন দফতর পাবেন? প্রদীপ মজুমদার কৃষি দফতরের দায়িত্ব পেতে চলেছেন বলে একপ্রকার নিশ্চিত। কারণ তিনি দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা । তাই সেই থেকেই মনে করা হচ্ছে যে, যে কৃষি দফতরেরই দায়িত্ব পেতে চলেছেন তিনি। ওদিকে বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিকরা কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন? সেটাই দেখার। শোনা যাচ্ছে, সেচ দফতরের দায়িত্ব পেতে পারেন বিপ্লব রায়চৌধুরী। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে তৎকালীন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর একবার রদবদল ঘটেছিল মন্ত্রিসভায়। পঞ্চায়েত দফতরের অতিরিক্ত দায়িত্ব তখন দেওয়া হয় পুলক রায়কে। ওই দফতরেরই প্রতিমন্ত্রী হন বেচারাম মান্না। এরপর মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণের পর ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে আনা হয় মানস ভুঁইঞাকে। নতুন মন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এদিন কয়েকজন হেভিওয়েট মন্ত্রীর দফতর রদবদল হতে চলেছে। পার্থ চট্টোপাধ্য়ায়ের হাতে থাকা শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, পরিষদীয় দফতরের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতরগুলিকে মুখ্যমন্ত্রীকে বণ্টন করতে হবে। সেইসঙ্গে রয়েছে পঞ্চায়েত দফতরও। এক্ষেত্রে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটকের নাম উঠে আসছে। এখন চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে ইতিমধ্যেই বেশকিছু দফতর রয়েছে। যারমধ্যে উল্লেখযোগ্য, অর্থ দফতর ও স্বাস্থ্য দফতর। অন্যদিকে ফিরহাদের হাতেও আছে অনেকগুলি দফতর। তিনি কলকাতার মেয়র, হিডকোর চেয়ারম্যান। একইসঙ্গে নগরোন্নয়ন, পরিবহন ও আবাসন দফতরের মন্ত্রী। যেটা শোনা যাচ্ছে, আবাসন ও পরিবহন দফতর ফিরহাদের হাত থেকে নিয়ে তাঁকে আরও গুরুত্বপূর্ণ কোনও দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। অর্থাৎ, তাঁদের হাতে থাকা বর্তমান কিছু দফতর নিয়ে তবেই নতুন আরও গুরুত্বপূর্ণ কোনও দফতর দেওয়া হতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply