রাজনীতিতে পরিত্যক্তরা নিজেদের গুরুত্ব বাড়াতে জোট গঠন করেছে’
‘রাজনীতিতে পরিত্যক্তরা নিজেদের গুরুত্ব বাড়াতে জোট গঠন করেছে’
ফাইল ছবি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিরা নিজেদের গুরুত্ব বাড়াতে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে জোট গঠন করেছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোড নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সোমবার (৮ আগস্ট) সাতটি দল নিয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন জোট গঠন হয়। দলগুলো হলো- আ স ম আবদুর রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, সাইফুল হকের নেতৃত্বে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ, ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে গণ অধিকার পরিষদ ও হাসনাত কাইয়ুমের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
তথ্যমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে সম্পর্কহীন ও রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিবিশেষরা নিজেদের গুরুত্ব বাড়াতে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে যে সাত দলীয় জোট গঠন করেছে, রাজনীতি বা ভোটের মাঠে তার কোনো ‘গুরুত্ব নেই’। তারা প্রত্যেকেই নানা ঘাটের পানি খেয়ে আজকের এ অবস্থায় এসেছেন।
হাছান মাহমুদ বলেন, দেশের রাজনীতি বা সার্বিক রাজনীতিতে এই জোটের কোনো গুরুত্ব ‘গুরুত্ব নেই’। তাই গুরুত্বহীন ব্যক্তিরা নতুন জোট গঠন করে নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন মাত্র, অন্য কিছু না।
Tag: English News lid news national
No comments: