চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলায় ৩ জন নিহত
চীনের একটি কিন্ডারগার্টেন। ছবি : সংগৃহীত
চীনের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে তিন জন নিহত ও আরও ছয় জন আহত হয়েছে। জিয়াংজির পুলিশ আজ বুধবার দেশটির টুইটারের মতো নিজস্ব প্ল্যাটফর্ম উইবোতে ঘটনার খবর প্রকাশ করে।
ওই পোস্টে বলা হয়েছে, একজন ‘সন্ত্রাসী’ আনফু কাউন্টির একটি বেসরকারি কিন্ডারগার্টেনে এ হামলা চালায়। সশস্ত্র ওই ব্যক্তির ছুরিকাঘাতে তিন জন নিহত ও আরও ছয়জন আহত হয়। ভুক্তভোগীদের বয়স কত তা এখনো জানা যায়নি। খবর এনডিটিভির।
সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন একজনকে। ওই ব্যক্তির নাম লিউ মৌহুই (৪৮)। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে সন্দেহভাজন মৌহুই পলাতক।
গত এপ্রিলেও দক্ষিণ চীনের একটি স্কুলে ছুরিকাঘাতে দুই শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ১৬ জন। এক বছর আগে একই অঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে অন্তত ৪০ জন আহত হয়।
Tag: English News lid news others world
No comments: