Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করেছেন গোটাবায়া




বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে আবেদন করেছেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর জানিয়েছে, স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান সাবেক এই প্রেসিডেন্ট। গত মাসেই এই প্রক্রিয়া শুরু করেছেন তিনি। ডেইলি মিরর জানিয়েছে, গোটাবায়ার স্ত্রী লোমা রাজাপাকসের মার্কিন নাগরিকত্ব রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেখানে গ্রিন কার্ড বা স্থায়ী আবাসিকতার আবেদন জানিয়েছেন গোটাবায়া রাজাপাকসে। ২০১৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ওই বছরই নিজের মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেন গোটাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কার সেনাবাহিনী থেকে আগাম অবসর নিয়ে গোটাবায়া রাজাপাকসে তথ্যপ্রযুক্তি খাতে চলে যান। পরে ১৯৯৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে চলে যান। ২০০৫ সালে শ্রীলঙ্কায় ফেরেন তিনি। ৭৩ বছর বয়সী গোটাবায়া রাজাপাকসে বর্তমানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংককের একটি হোটেলে রয়েছেন। অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত থাইল্যান্ডে থাকার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে আগামী ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে তার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply