Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বুধবার থেকে অফিস-ব্যাংকে নতুন সূচি, স্কুল বন্ধ দুইদিন




দেশের জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বুধবার (২৪ আগস্ট) থেকে এই নতুন নিয়মে অফিস করতে হবে সবাইকে। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস চলবে। যা আগে ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নতুন নিয়মে অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকসমূহ বুধবার থেকেই ৯টা থেকে ৪টা চালু থাকবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়টি সরকারকে নিশ্চিত করেছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্র-শনি দুই দিন বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারাদেশে আমনের সেচ নিশ্চিত করার জন্য মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আগামী ১২-১৫ দিন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যাতে সেচে কোনও ধরণের অসুবিধা না হয়। বুধবার থেকেই এটা চালু হবে। এছাড়া আদালতসমূহ সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চালু থাকে বলেও উল্লেখ করেন সচিব। তবে ঢাকা মেডিক্যাল কলেজ এর আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি। সেইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সকল সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জানান মন্ত্রিপরিষদ সচিব।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply