Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রুশ অভিযানে ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন: কিয়েভ




রুশ অভিযানে ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন: কিয়েভ

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভালেরি জালুঝনি এ তথ্য জানিয়েছেন। যুদ্ধে নিজেদের পক্ষে নিহত সেনাদের সংখ্যা নিয়ে বিরল স্বীকারোক্তি এটি। খবর আল–জাজিরার। ভালেরি জালুঝনি বলেন, ইউক্রেনীয় শিশুদের অনেকের সুরক্ষা প্রয়োজন। কারণ, তাদের বাবারা সম্মুখযুদ্ধে গেছেন। যুদ্ধে নিহত প্রায় ৯ হাজার বীরের মধ্যেও থাকতে পারেন তাঁরা। গত ২৫ মার্চ রাশিয়ার সেনাবাহিনী বলেছিল, ১ মাসে তাদের ১ হাজার ৩৫১ সেনার মৃত্যু হয়েছে। দুই সপ্তাহ আগে মার্কিন সামরিক কর্মকর্তারা দাবি করেছিলেন যে অভিযানে রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা হতাহত হয়েছেন। জাতিসংঘ বলছে, রুশ অভিযানে ৫ হাজার ৫৮৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭ হাজার ৮৯০ জন আহত হয়েছেন। সোমবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা বলেছে, রাশিয়া অভিযান শুরু করার পর কমপক্ষে ৯৭২ ইউক্রেনীয় শিশু নিহত কিংবা আহত হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, এটি জাতিসংঘের কাছে থাকা হিসাব। তবে আমাদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। নিকোপলের বাসিন্দা ৭৪ বছর বয়সী লিউদমিলা শিসখিনা ১০ আগস্ট এক বিস্ফোরণে তাঁর ৮১ বছর বয়সী স্বামী আনাতোলিকে হারিয়েছেন। বোমা হামলায় ধসে পড়েছে তাঁর চারতলা বাড়ির দেয়ালগুলো। বিধ্বস্ত ভবনের এক প্রান্তে দাঁড়িয়ে লিউদমিলা বলেন, ‘রুশদের প্রতি আমি ঘৃণা বোধ করি।’ লিউদমিলার ছেলে পাভলো শিশখিন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার কাছ থেকে আমার বাবাকে ছিনিয়ে নিতে পারেনি, কিন্তু রুশ যুদ্ধ তা করেছে।’ ২৪ আগস্ট, বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবস। আর একই দিনে ইউক্রেনে রুশ অভিযান শুরুর ছয় মাস পূর্ণ হচ্ছে। আল–জাজিরার আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, সোভিয়েত শাসন থেকে স্বাধীনতা পাওয়ার এ বর্ষপূর্তিতে কিয়েভে কোনো ধরনের উদ্‌যাপন হবে না। কোনো ধরনের গণজমায়েত সেখানে নিষিদ্ধ করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply