Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এমন অবাক বর্ষাকাল দীর্ঘদিন দেখেনি কেউ!




এমন অবাক বর্ষাকাল দীর্ঘদিন দেখেনি কেউ!

পঞ্জিকার পাতায় এখন ভরা বর্ষা। আকাশজুড়ে থাকার কথা ঘন কালো মেঘ। ঝুম বৃষ্টিতে শীতল হবার কথা প্রকৃতি। কিন্তু ঋতুচক্রের নিয়ম ভেঙে সে আকাশ এখন শরতের মতো শুভ্র। আর সূর্য্যটাও ঢেলে দিচ্ছে তীব্র তাপদাহ। এমন অবাক বর্ষাকাল দীর্ঘদিন দেখেনি কেউ। এক সপ্তাহ ধরে এমন বিরুপ আবহাওয়ায় আর পেরে উঠছে না জনজীবন। বিশেষজ্ঞরা বলেন, বায়ুপ্রবাহের অস্বাভাবিক পরিবর্তনই এর কারণ। দক্ষিণ-পশ্চিম দিক থেকে যখন বাতাস প্রবাহিত হয়, এ বাতাস বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্পযুক্ত বাতাস নিয়ে আসে যেটি মেঘালয়য়ে আঘাত করে আকাশে মেঘের সৃষ্টি করে এবং বৃষ্টি হয়। কিন্তু গত ১০ দিন ধরে বাতাস যেহেতু পুর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে এর ফলে দেশের আকাশে কোনোভাবেই মেঘ সৃষ্টি হতে পারছে না। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতিতে দাবদাহ, শৈত্যপ্রবাহ, খরা, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি এমন নানা বৈরিতা এখন বাস্তবতা। এর ভুক্তভোগী বিশ্বের প্রতিটি দেশ। বিশেষজ্ঞরা বলেন, নগরগুলোতে জলাশয় সংরক্ষণ করতে হবে । খাল, বিল, নদী-নালা এগুলো গ্রিন করতে হবে। এতেই আমাদের পরিবেশ সুন্দর হবে। প্রকৃতি ফিরে পাবে তার রূপ। তবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ না কমানো গেলে সবার জন্যই অপেক্ষা করছে এক দুর্যোগপূর্ণ ভবিষ্যৎ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply