Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেসিদের অনুশীলনে বিদ্যুৎ বিভ্রাট!




মেসিদের অনুশীলনে বিদ্যুৎ বিভ্রাট!

মেসিদের অনুশীলনে বৈদ্যুতিক বিভ্রাট! তবে কী বৈশ্বিক অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত উন্নত বিশ্বের দেশ ইজরায়েলও? শনিবার (৩০ জুলাই) লিওনেল মেসির অফসিয়াল ফেসবুক পেজ ঘুরে এমন অনুভূতি হতে পারে যে কারো। 'ট্রফি দেস চ্যাম্পিয়ন্স' এর ম্যাচ খেলতে পিএসজি এখন ইজরায়েলের বন্দর নগরী তেল আবিবে। সেখানকার ব্লুমফিল্ড স্টেডিয়াম থেকে শনিবার আর্জেন্টাইন অধিনায়কের ফেসবুক পেজে ছবি পোস্ট করা হয়। কিন্তু অবাক করা বিষয়, সেখানে মেসিতো দূরের কথা অন্ধকারে দেখা যাচ্ছে না কিছুই। জাপানে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি এখন প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামার প্রতীক্ষায়। জাপানে যে লিগের দলের বিপক্ষে বেশ ভালো প্রস্তুতি সেরেছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। গোলের দেখা পেয়েছেন তিন তারকাই। মাঠে নামতে উদগ্রীব পিএসজির নতুন মিশন শুরু হচ্ছে ন্যান্তেসের বিপক্ষে 'ট্রফি দেস চ্যাম্পিয়ন্স' দিয়ে। এই শিরোপার লড়াইয়ের জন্য লিওনেল মেসিরা এখন মধ্যপ্রাচ্যের দেশ ইজরায়েলে। ফ্রান্সের ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক শিরোপার লড়াইয়ে মাঠে নামছে পিএসজি। রোববার (৩১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২ টায় ন্যান্তেসের বিপক্ষে মাঠে নামবে মেসি-নেইমাররা। কার্ডজনিত নিষেধাজ্ঞায় এই ম্যাচে দলে নেই আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। তাই জয়ের জন্য লিগ ওয়ান চ্যাম্পিয়নদের নজর থাকবে লাতিন দুই তারকার দিকেই। ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলনে অংশ নিয়েছে দলটি। আরও পড়ুন:বার্সায় দ্বিতীয় সুযোগ মেসির প্রাপ্য: জাভি ইজরায়েলের বন্দর নগরী তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ মাঠেই শনিবার (৩০ জুলাই) অনুশীলন করেছেন লিও মেসি ও তার সতীর্থরা। ম্যাচ সামনে রেখে অনুশীলনে পিএসজির তারকারা ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। মাঠে অনুশীলনের ফাঁকে খুনসুটি করতেও দেখা যায় মেসি-নেইমারদের। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন তারা। ইজরায়েলের ব্লুমফিল্ড স্টেডিয়াম থেকে ছবি শেয়ার করা হয়েছে লিওনেল মেসির অফিসিয়াল ফেসবুক পেজেও। আর সেখানেই ঘটেছে বিভ্রাট। ঘুটঘুটে অন্ধকারে কোথায় সেখানে মেসি-নেইমার! ছবিতে ঘুটঘুটে কালো ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনকিছুর অস্তিত্ব নেই। তবে কী ইজরায়েলের মতো উন্নত বিশ্বের দেশেও বিদ্যুৎ বিভ্রাট? আরও পড়ুন:আশা পূরণ হচ্ছে জাভির, মেসিকে নিয়ে সুখবর বার্সা সভাপতির! কী কারণে এমন ছবি মেসির অফিসিয়াল পেজে তা জানা যায়নি। হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন গোলযোগের ফল। তবে ঠিক পরক্ষণেই ফের নতুন করে পোস্ট করা হয়েছে অনুশীলনের ছবি। সেখানে হাস্যজ্জ্বল মেসি তো আছেনই, আছেন নেইমারও। দুই বন্ধু বেশ মনোযোগ দিয়ে গা গরম করছেন আরও দুই সতীর্থের সঙ্গে। ফেসবুকে মেসির অফিসিয়াল পেজে সেই অন্ধকার ছবি এরই মধ্যে স্যোশাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকরা তো আছেনই, আছেন সমালোচকরাও। কেউ আবার কমেন্ট করেছেন নিছক ট্রল করার উদ্দেশ্যে। কমেন্ট করেছেন অনেক বাংলাদেশিও। অনেকেই এটাকে সারাবিশ্বে বিদ্যুৎ সংকটের কারণে স্মৃষ্ট লোডশেডিংয়ের বিরুদ্ধে মেসির প্রতিবাদ বলে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply