সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত
সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটীসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া খোলপেটুয়া নদীর ভাঙনে আশপাশের আড়পাঙ্গাশিয়াসহ বিভিন্ন মাছের ঘের, ফসলি জমি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধের একাধিক পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।
সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, ‘আজ শুক্রবার ভোরে বেড়িবাঁধ ভেঙে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটীসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। খোলপেটুয়া নদীতে প্রায় ৪০ ফুটের বেশি ভাঙন হয়েছে। এরই মধ্যে প্লাবিত এলাকা পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগে বাঁধ মেরামতের চেষ্টা করা হচ্ছে। তবে, পানিতে গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।’
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানিয়েছেন, ওই এলাকার অনেকগুলো পয়েন্টে বাঁধ দেবে নরম হয়ে গেছে। যেকোনো মুহূর্তে সেখানে ভাঙন শুরু হতে পারে। তাৎক্ষণিকভাবে বালুর বস্তা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় লোকজন ভেঙে যাওয়া বাঁধসহ আশঙ্কাজনক পয়েন্টগুলো মেরামতের চেষ্টা করছে।
Tag: English News lid news national
No comments: