ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শুক্রবার দেখা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বেথেলেহেমে বাইডেনকে স্বাগত জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তারা সংক্ষিপ্ত একটি আলোচনায় বসেন।
আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিন এবং ইসরাইল আলাদা দুটি স্বাধীন দেশ নীতিকে সমর্থন করে।
তিনি আরও বলেন, ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু করার বিয়ষটি এখনো শেষ হয়ে যায়নি।
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, এমন একটি রাজনৈতিক অবস্থা থাকতে হবে যেখানে ফিলিস্তিনিরা (স্বাধীনতার স্বাদ) দেখতে বা অন্তত অনুভব করতে পারবে। আমরা তাদের ভবিষ্যতকে নষ্ট হয়ে যেতে আশাহীনতার বিষয়টিকে প্রশ্রয় দিতে পারি না।
অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, তারা দেখতে চান যুক্তরাষ্ট্র ইসরাইলের অবৈধ বসতি স্থাপন এবং তাদের হামলা বন্ধ করতে পদক্ষেপ নেবে, যেন ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ না করা যায়।
মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শান্তি শুরু হবে।
তাছাড়া আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর হত্যার বিষয়টি নিয়ে কথা বলেছেন জো বাইডেন। তিনি জানিয়েছেন, শিরিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে বাইডেন সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।
সূত্র: আল আরাবিয়া
Tag: English News lid news others world
No comments: